সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন
সূচীপাড়া (দ:) ইউনিয়নিয়নে এসে সিএনজি/ রিক্সা যোগে রাগৈ গ্রামে আসা যায়।
0
রাগৈ গ্রামে রয়েছে শেরশাহের আমলের একটি প্রাচীন মসজিদ। মসজিদটি জনৈক আন্তি মজুমদার পুনঃনির্মাণ করেছিলেন। মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট। মসজিদের গায়ে একটি শিলালিপি রয়েছে, ‘‘পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। ২। আল্লাহর কোনো শরীক নাই। ৩। আইনুদ্দিনের মতোই আল্লাহর ঘর নির্মাণ করিলেন। ৪। মাথা ও কপাল স্পর্শ করিয়া আল্লাহ্তায়ালার সন্তুষ্টির জন্য। পুনঃনির্মাণ ১২১৪ হিজরী নববী।’’
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস