সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন
যাতায়াত - সূচীপাড়া (দ:) ইউনিয়নিয়নে এসে সিএনজি/ রিক্সা যোগে রাগৈ গ্রামে আসা যায়। ভাড়ার হার- ২৫ -৩০ টাকা। (জনপ্রতি)
0
এটি অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ড কেশরাঙ্গা গ্রামে অবস্থিত। এটি প্রাচীন আমলে হিন্দু সম্প্রদায় কর্তৃক স্থাপিত। এখানে এখন আর বেশি সংখ্যক হিন্দু বসবাস করেন না। কিন্তু এটি সূচীপাড়া দক্ষিন ইউনিয়নের একটি সুন্দরতম ও পুরানো ঐতিহ্য -এর কারনে বহুদূর থেকে বহু মানুষ এই দর্শনীয় শিব মন্দির টি দেখতে আসেন। এখানে প্রতি বছর হিন্দু সম্প্রদায় তাদের শিব পূজার সময় হলে এখানে অনেক হিন্দু লোকের সমাগম হয়, তথন লোকরাণ্যে মুখরিত হয়ে ওঠে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস