যেসকল মামলা সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের হয়েছে। তা বছর ভিত্তিক পুর্ববর্তী মামলার রায় ফাইল আকারে ইউনিয়ন পরিষদের রাখা হয়েছে। তাছাড়া কোন মামলাপুনরায় চালু করার জন্য ঔ মামলার কাগজপত্র উত্থাপন করা হয়ে থাকে। গ্রাম আদালত সহকারী পেশকারের দায়িত্বপালন করেন। আবেদনকারী কর্তৃক ১জন ইউ’পি সদস্য ও ১জন গণ্যমান্য সদস্য ও প্রতিবাদী ১জন ইউ’পি সদস্য ও ১জন গণ্যমান্য সালিশ মনোনীত করিবেন। অর্থাৎ ২+২= ৪+ ইউ’পি চেয়ারম্যান= ৫সদস্য বিশিষ্ট আদালত গঠন করা হয়। নারী ও শিশু বিচারের কার্যক্রমে ১জন মহিলা সদস্য প্রতিনিধি হিসেবে বিচার কার্য্যে উপস্থিত থাকা আবশ্যক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস