এক নজরে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন
কালের স্বাক্ষী বহনকারী ডাকাতিয়া নদীর দক্ষিনে এবং শাহরাস্তি উপজেলার দক্ষিণ পশ্চিম শেষ সীমানায় অবস্থিত সূচীপাড়া দক্ষিন ইউনিয়ন । কালের পরিক্রমায় আজ সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২২,৩৩০ জন (প্রায়) (পরিবার পরিকল্পনা তথ্য অনুযায়ী - ২০১২)
ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৭৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ৩ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ আব্দুর রশিদ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০ টি ।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৮৮ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
ঢ) গ্রাম সমূহের নাম –
১। রাগৈ, ২। দিগধাইর, ৩। লোটরা, ৪। শিমুলিয়া,
৪। দশনাপাড়া, ৫। ফুলচৌ, ৬। কেশরাঙ্গা, ৭। কৃষ্ণপুর,
৮। ফেরুয়া, ৯। হাকামতা, ১০। মনোহরপুর, ১১। সংহাই,
১২। নরিংপুর, ১২। নরিংপুর।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৬ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস